আঁধার ছাড়িয়ে আলোয় আসি, যখন তুমি ভালবাসো;
দিনদুপুরে আঁধার নামে যখন ঘৃণা কর,
শুকনো পুকুরে বৃষ্টি এসে ভরে যায়,
যখন তোমার দৃষ্টি এসে চকিত করে আমায়,
আদর ভরা জীবন গড়ে ওঠে তোমার চুলের গন্ধ এলে নাকে,
সারা শরীর আবেগিত হয় সবাগিত আহ্বানে,
আহারে আমার মনের মানুষ মনে কর বাস,
তোমায় যদি হারায় আবার ফেলবো দ্বীর্ঘশ্বাস।
