মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৫

বাংলা কবিতা




কবি রাহিম আজিমুল। ডাক নাম- আজিমুল। সার্টি ফিকেট নাম- মোঃ মিজানুর রহমান। জন্ম ২৮ অক্টোবর ১৯৮৩।চুয়াডাঙ্গা জেরার আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতা: মোঃ ইছাহাক আলি, মাতা: মোছাঃ রাহিমা খাতুন। চার ভাই দুই বোনদের মধ্যে কবি বয়সে সেজো। সকলের অতি আদরের এ মানুষটি, সবার ভালবাসায় ধন্য। তিনি উদীয়মান একজন কবি। তিনি প্রায় ৫হাজারের উপর কবিতা রচনা করেছেন ও ২শতর উপর গান রচনা করেছেন। সকল পাঠকের কাছে তার কবিতা পৌঁছে যাক এটাই কবির আশা। কবিতা হলো কবির জীবন। কবিগেুলো আপনাদের পছন্দ হলে কবির লেখনির সার্থকতা আসবে বলে বিশ্বাস করি। আমরা বাংলাদেশীরা কবিতাকে অনেক ভালবাসি, তাই কবিতার কাছেই বার বার ফিরে ফিরে আসি। এক সময় কবিতা হয়ে ওঠে বাঙ্গালির প্রাণ শক্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন