মৎসকন্যা
- রাহিম আজিমুল
কবিতার জাল বোনা শেষ,
প্রেম নদীতে এ জাল ফ্যালা হবে শক্ত হাতে
তোমাকে ধরার জন্য।
হে মৎসকন্যা-
কতকাল ধরে তুমি লাফালাফি করছ,
সাঁতার কাটো সকাল দুপুর সন্ধ্যায়
অনেক বড় হেয়ে গেছ
যখন ডুব ছেড়ে মাথা তুলে দাঁড়াও
ওই দূর পাহাড় তোমার দিকে দ্যাখে
সূর্যের আলোয় ঝিলমিল করে সারা শরীর
নদীর পানি তোমার গাত্র ছুঁয়ে নীচে পড়ে কান্নাকাটি করে
তোমার শরীর ছাড়তে চায়না ওরা।
তোমার সুডৌল যৌবন চাঁদের আলোর মত ঝরে পড়ে
হাজারো জলজ প্রাণি গিলে খেতে চায়,
তোমাকে দেখেই তো কবিতার জেলে হলাম
তাই দ্রুত কবিতার জাল বোনা হলো।
তোমাকে ধরে রেখে দেব আমার ঘরের সেল্ফে
তুমি সেখানে অনন্তকাল ধরে প্রদর্শিত হবে।
প্রেম না দিতে পারো কবিতায় ছন্দো দিয়ো
ছন্দ না দিতে পারো আবেগ দিয়ো
দেখবে আমি হবো কবিতার একজন নামকরা জেলে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন